প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৫১:৪৮ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নে শ্রীপুর উত্তরপাড়ায় কিশোরগঞ্জ থেকে আসা ভিক্ষুকক মহিলাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন।
১৬ই সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২টায় শ্রীপুরের শহিদুল হক মোল্লার ছেলে মানিক মিয়া (৪০) এ ঘটনা ঘটান। সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরবেলায় ওই বাড়িতে ভিক্ষুক মহিলা ভিক্ষা চাইতে গেলে, অভিযুক্ত মানিক মিয়া প্রথমে কুদাল দিয়ে কুপ মেরে, পরে ধারালো দাঁ দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলে মহিলা নিহত হন।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় চেয়ারম্যান এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত মহিলাকে উদ্ধার করি। জানতে পারি ভিক্ষা চাওয়ায় বাক বিতন্ডায় জড়িয়ে এক পর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করে। সাথে সাথে অভিযুক্ত মানিক মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করি। ভিক্ষুক মহিলাটির খোঁজ পেয়েছি তার বাড়ি কিশোরগঞ্জ।
ছেলেকে খবর দেয়া হয়েছে। আসার সাথে সাথে তার কাছ থেকে এজহার নেওয়া হবে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।