প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৫ , ৫:৪৪:১৭ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামে মাদ্রাসা পাড়ায় বৃষ্টির পানির সাথে আশেপাশের বাড়ি ঘরের ময়লা পানি পুকুরে ফেলে জনসাধারণের ব্যবহারে অনুপযোগী করার অভিযোগ উঠেছে।
৫ই অক্টোবর (রবিবার) সাতগাঁও গ্রামের বনু মিয়ার ছেলে জাহিদ মিয়া (৩৭) জনস্বার্থে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করেন, আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালে চান্দুরা ইউনিয়ন কর্তা সকল বাধা-বিপত্তির উপেক্ষা করে সুনির্দিষ্ট স্থানে নিষ্কাশনের ব্যবস্থা না করে, রাস্তার পূর্বপাশে ড্রেন করে ব্যক্তি মালিকানাধীন পুকুরে ময়লা ফেলার লাইন দিয়েছিল। কথা ছিল সেই ড্রেনটি শুধু বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য।
বর্তমানে সেই ড্রেন আশেপাশের বাড়ি ঘরের সকল ময়লা পুকুরে গিয়ে জনসাধারণের ব্যবহারে অনুপযোগী করে রেখেছে। আশেপাশের অধিকাংশ লোক এই পুকুরটি ব্যবহার করে আসছে।
অভিযোগে আরো উল্লেখ করেন, সাতগাওঁ আমতলী বাজার হইতে মাদ্রাসা পর্যন্ত রাস্তার রিপেয়ারিংয়ের কাজ চলমান। সেখানে রাস্তা বর্ধিত করে দুই দিক থেকে দুই ফিট প্রশস্ত করার কথা কিন্তু ড্রেন থাকার কারণে অনুমোদিত রাস্তার প্রস্থ সংকীর্ণ করে সঠিক নিয়মে করা হচ্ছে না। অভিযোগে আরও উল্লেখ করেন, গত কিছু দিন আগে আমার বিরুদ্ধে কুচক্রীরা চাঁদাবাজি সহ বিভিন্ন মিথ্যা অপবাদে সংবাদ প্রচার করেন।
আমি তার নিন্দা জানিয়ে বিচার দাবি করছি। আর যে পুকুরে ময়লা ফেলার অনুমতি দিয়েছে সে পুকুরে আমাদের ওয়ারিশরা ৬ শতাংশ জায়গার মালিক। এমনকি রাস্তার দুই পাশের জায়গাও আমাদের পরিবারের।
প্রতিবেশী অধিকাংশদের দাবি, সুষ্ঠ সমাধানের স্বার্থে রাস্তার উত্তর পাশ দিয়ে সরকারি জায়গায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলে কারো পুকুরে অথবা কোন ব্যক্তির কাছে জিম্মি থাকা প্রয়োজন হয় না।











