দেশজুড়ে

বিজয়নগরে সংবাদ প্রকাশের দুই বছর পর হতে যাচ্ছে ডাকবাংলা মোড়ে আন্ডারপাস

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৪ , ৭:১৫:৩৮ প্রিন্ট সংস্করণ

বিজয়নগরে সংবাদ প্রকাশের দুই বছর পর হতে যাচ্ছে ডাকবাংলা মোড়ে আন্ডারপাস

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ডাকবাংলা মোড়ে ঢাকা টু সিলেট হাইওয়ে রোডে বহুল প্রতীক্ষার পর ওভারব্রিজের পরিবর্তে আন্ডারপাস অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।

গত ৪ই নভেম্বর ২০২১ইং সালে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় চান্দুরা মোড়ে ফুটওভারব্রিজ নির্মাণের দাবির শিরোনামে প্রকাশিত সংবাদের জেরে ও স্থানীয় নাগরিক ফয়সাল আহমেদ এর GRS এর আবেদনের প্রেক্ষিতে গত ২৯শে সেপ্টেম্বর (রবিবার) ওভার ব্রিজের পরিবর্তে আন্ডারপাশের অনুমোদনসহ HEGO MIR AKTHER HOSSAIN LTD. নামক ঠিকাদার নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। এতে করে বিজয়নগর তথা দক্ষিণাঞ্চলের সকল মানুষের নিরাপত্তার সহিত রাস্তা পারাপারের সম্ভব হবে। আন্ডারপাশের উপকারিতায় এলাকার জনগণ ছোট যানবাহন সহ গরু ছাগল স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীরা নিরাপত্তা সহিত রাস্তা পারাপার হতে পারবে। আন্ডারপাশের ফলে থাকবে না কোন যানজট, ও ঢাকা সিলেট গামী যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

এ বিষয়ে সাধারণ জনগণের অনুভূতিতে বলেন, আমাদের এই দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হওয়ার কথা শুনে আমরা খুব আনন্দিত। উক্ত এলাকায় বিভিন্ন সময় রাস্তা পারাপার হতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছে। আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই অনুমোদন দেওয়াতে।

দৈনিক ভোরের দর্পণের সাংবাদিক আলমগীর হোসেন জানান, আমরা কতটুকু করতে পেরেছি তা প্রতিফলনে প্রকাশ পেয়েছে। তাই সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, স্থানীয় সাংবাদিকদের কারণে এসব উন্নয়ন সম্ভব, তাই আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে প্রকল্প পরিচালক সড়ক ও জনপথ অধিদপ্তর এ কে ফজলুল করিম আন্ডারপাস অনুমোদনের স্বীকারোক্তিতে বলেন, অনুমোদন হয়েছে আমরা আন্ডারপাসটি করে দেব।

আরও খবর

Sponsered content