দেশজুড়ে

বিজয়নগরে সরকারি রাস্তা দখলমুক্ত ও সংস্কারের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৫ , ৩:৩৫:০৬ প্রিন্ট সংস্করণ

বিজয়নগরে সরকারি রাস্তা দখলমুক্ত ও সংস্কারের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর গ্রামে খাস খতিয়ানভুক্ত একটি সরকারি রাস্তা দখলমুক্ত করে সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মহেষপুর গ্রামের মোজাম্মেল চেয়ারম্যানের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর দাবি, রাস্তাটি নকশা অনুযায়ী ১৪ ফিট থাকলেও বর্তমানে কোন কোন জায়গাতে ৮ ফিটও নেই। মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদ হতে কালাচরা নদী ও জসমধুপুর সংযুক্তির রাস্তাটি প্রায় ১০০ মিটার রাস্তা দখলদারদের কবলে রয়েছে।

রাস্তাটি ৮/১০ গ্রামের সাধারণ মানুষ, স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, কৃষক-কৃষাণী, মসজিদগামি মুসল্লীরা প্রতিনিয়ত চলাফেরা করেন। দখলদারদের কবলে পড়ে বিতর্কিত স্থানে এসে ছোটখাটো মালবাহী গাড়ি চলাচল করতে পারে না।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইউপি সদস্য মো. ইসহাক মোল্লা, আজিজুর রহমান, আলিমুল হক, মো. জজ মিয়া ও শাহ আলম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ব্রিটিশ আমল থেকে বিদ্যমান সরকারি খাস খতিয়ানভুক্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর ওপর স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন স্থানে রাস্তা দখল করে ফেলায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে।

অভিযুক্ত আশরাফ আলী বলেন, আমি আমার নিজস্ব জায়গায় বেড়া দিয়েছি, কারো জায়গা দখল করিনি। যদি এটি সরকারি রাস্তা হয়, প্রশাসন মেপে সীমা নির্ধারণ করে দিলে আমি বেড়া সরিয়ে নেব।

এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে সরকারি খাস খতিয়ানভুক্ত রাস্তাটি দখলমুক্ত করে দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে জনগণের ভোগান্তি দূর হয়।

এ বিষয়ে সরকারি কমিশনার (ভূমি) নাহিদ ফাতেমা জানান, এই রাস্তাতে দুইবার সার্ভেয়ার গিয়ে ম্যাপে খুঁটি দিয়ে আসছে। এখন যদি সামাজিকভাবে তারা বিষয়টা শুরাহা না করে জটিলতা থেকেই যাবে।

আরও খবর

Sponsered content