চট্টগ্রাম

বিজয়নগরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালন

  প্রতিনিধি ১৪ জুন ২০২৩ , ৪:৫৭:০২ প্রিন্ট সংস্করণ

আলমগীর হোসেন ,বিজয়নগর প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার সকাল ১০ ঘটিকায় ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে এ র্যালী বের হয়ে ঢাকা সিলেট মহাসড়কে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দিয়ে সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক ইনস্টিটিউট এসে শেষ হয়ে অনুষ্ঠানের আলোচনা সভা শুরু হয়। উক্ত আলোচনা সভায় ব্রাক্ষণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌ: মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান খান শাওন, পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রঞ্জন কুমার ঘোষ, প্রেসক্লাবের প্রতিনিধি (সাধারণ সম্পাদক) মোঃ জিয়াদুল হক বাবু, বিভাগীয় প্রধান মো: মনিরুল হক ও চিফ ইন্সট্রাক্টর মোহাম্মদ সাজেদুল ইসলাম প্রমুখ।

আরও খবর

Sponsered content