প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২১ , ৫:৫০:৪৮ প্রিন্ট সংস্করণ
আলমগীর হোসেন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
বিজয়নগরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শনে আসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সদর হেড কোয়াটারের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছায়েদ মোহাম্মদ শামীম। ১২ অক্টোবর বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করে আয়োজক কমিটির ও উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।
এসময় সাথে আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাইদুজ্জামান আরিফ এবং বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাছান,হরষপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী সালাহ উদ্দিন সেলিম,যুবলীগ নেতা হাসান খাঁন, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর আহবায়ক এস এম কামরুল হাসান শান্ত।
এসময় চান্দুরা শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়া মন্দিরে পূজা উদযাপন কমিটির সভাপতি সুনির্মল সাহা এবং সাধারন সম্পাদক মিন্টু সাহার আমন্ত্রণে অতিথিদের উপস্থিতিতে দেশের সাড়াজাগানো তরুণ কণ্ঠশিল্পী শিশির বাউলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।