প্রতিনিধি ১ জুলাই ২০২৫ , ৫:৪৯:৩৩ প্রিন্ট সংস্করণ
জামালপুরের বকশীগঞ্জে এক বিধবা মায়ের সঙ্গে তাঁর ভাগিনার’পরকীয়া প্রেমের’ অভিযোগ উঠেছে। গত সোমবার (৩০ জুন) দিবাগত রাতে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পুরাতন বাট্টাজোর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন বাট্টাজোর পূর্বপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী আসমা বেগম (৪৩)। প্রায় ১৩ বছর আগে সিরাজুল ইসলাম মারা যান। স্বামীর মৃত্যুর পর আসমা বেগমের বাড়িতে যাতায়াত করতেন তাঁর ভাগিনা, পুরাতন বাট্টাজোর হাজ্বীপাড়া এলাকার হাফেজ আবুল হোসেনের ছেলে আম্মার হোসাইন (৩৫)। একপর্যায়ে মামার স্ত্রীর সঙ্গে আম্মার হোসাইন প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ।
সোমবার রাতে উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়ায় বিধবা আসমা বেগমের বোনের বাড়িতে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন আসমা বেগমের ছেলে ও তার স্বামীর বাড়ির লোকজন।
আসমা বেগমের ছেলে আশরাফুল ইসলাম জানান, তিনি তাঁর মা ও আম্মার হোসাইনকে এই সম্পর্ক থেকে সরে আসার জন্য অনেক বুঝিয়েছিলেন এবং ধৈর্য ধরেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আশরাফুল চান, তার মা ও মামা যদি সম্পর্ক রাখতেই চান, তাহলে তারা যেন বৈধভাবে বিয়ে করে সংসার করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এলাকাবাসী আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ জানান, এ ঘটনায় অভিযুক্ত ভাগিনা আম্বার হোসেনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা অনুযায়ী মামলা হয়েছে। জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।