প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৫ , ২:৪৮:৩৩ প্রিন্ট সংস্করণ
শিক্ষার্থীদের আর্থিক চাপ বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধীনে পরিচালিত বিভিন্ন পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও অন্যান্য বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে ফি হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকদের নিয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের পর আগামী ১৫ নভেম্বরের মধ্যে ফি কমানোর বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
তবে যেহেতু অনেক শিক্ষার্থী ইতোমধ্যে বর্তমান পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাই ফি কমানোর সিদ্ধান্তটি অনার্স পার্ট–৪, পাস কোর্স পার্ট–২ এবং ভবিষ্যতের অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

















