বান্দরবান জেলা প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ৬:০৬:২৭ প্রিন্ট সংস্করণ
সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের জনসাধারণের জীবনমানের উন্নয়নের পাশাপাশি,শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নের পাশাপাশি,সর্বদা সকল সম্প্রদায়ের জনসাধারণের মাঝে সহাবস্থান বজায় রেখে তাদের সহায়তা প্রদান করে আসছে।
শিক্ষা একটি জাতির মেরুদন্ড এই সত্য আমরা সবাই জানি,কিন্তু দুঃখের বিষয়, আমাদের সামনে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা আর্থিক অসক্ষমতার করণে
তাদের প্রতিভা বিকশিত করতে পারে না। আজকের এই বই বিতরণ অনুষ্ঠান তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ।
বান্দরবাননসেনা রিজিয়নের পক্ষ হতে জেলা সদরের বিভিন্ন স্কুল ও কলেজের, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বান্দরবান রিজিয়নের জিএসও-২ (ইন্টিলিজেন্স) মেজর পারভেজ রহমান।
রোববার ১২ই অক্টোবর বান্দরবান রিজিয়নের মাঠে বিভিন্ন স্কুল কলেজে অধ্যয়নরত ৫ম শ্রেণী হতে শুরু করে মাষ্টার্সসহ ৮৯ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে সেমিস্টারের সকল বই তুলে দেন মেজর পারভেজ রহমান।
এসময় তিনি আরো বলেন,দারিদ্রতা কোন বাধা নয়, বরং এটি একটি প্রেরণার উৎস। অধ্যাবসায়,সততা এবং পরিশ্রমের মাধ্যমে তোমরা তোমাদের সপ্ন পূরণ করতে পারবে। বাংলাদশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার আলোয় আলোকিত করার জন্য সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।এসময় সেনা রিজিয়নের সেনা সদস্য, বিভিন্ন স্কুল ও কলেজ হতে আশা শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
















