প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৪ , ৪:৩০:৫৬ প্রিন্ট সংস্করণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহুল প্রতীক্ষিত ‘ওয়েটিং লাউঞ্জ’ চালু হচ্ছে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায়। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজান থেকে ফেরার সময় বিমানবন্দরে এটির উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
তিনি জানান, ২৪ ঘণ্টা এই লাউঞ্জ চালু থাকবে। আপাতত একসঙ্গে পাঁচ শতাধিক অতিথির একত্রে বসার সুযোগ থাকবে এই লাউঞ্জে। আগামীতে এর পরিসর আরো বাড়বে। বিদেশগামী যাত্রীদের সঙ্গে আসা দর্শকরাই এখানে অপেক্ষা করতে পারবেন। তাদেরকে স্বল্পমূল্যে স্ন্যাকস জাতীয় হালকা খাবার পরিবেশনের সুব্যবস্থা রয়েছে।
জানা গেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা করেছে। নতুন লাউঞ্জটিতে সুযোগ-সুবিধা হিসাবে থাকছে নির্ধারিত অপেক্ষমাণ কক্ষ, বেবি-কেয়ার রুম, নারী-পুরুষের উভয়ের ইবাদতখানা এবং স্বল্পমূল্যের কাফেটেরিয়া।