রংপুর

বিরলে অফিস সহকারীদের কর্মবিরতি পালন

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২০ , ৪:৫৫:২৬ প্রিন্ট সংস্করণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : পদ-পদবী ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে দিনাজপুরের বিরল উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে ৪র্থ দিনের মত অফিস সহকারীরা কর্মবিরতি পালন করছে। কর্মবিরতি চলাকালে তারা কোন প্রকার কাজকর্ম না করায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। উপজেলা নির্বাহী অফিস ও সহকারী কমিশনার (ভ‚মি) অফিস ঘুরে দেখা যায়, সহকারীরা কর্মবিরতি পালনের কারনে সকল প্রকার কাজ রাখে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মুর্তেজা খাতুন ইতি, সহকারি কমিশনার (ভূমি) অফিসের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী তৌফিকা পারভীন, গোলাম মোস্তফা, নাজির কাম ক্যাশিয়ার জিলকাদ হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোক্তাদির রহমান, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী মাকসুদুর রহমান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content