প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৯:০২:৫০ প্রিন্ট সংস্করণ
বিরল (দিনাজপুর) প্রতিনিধি : করোনা ভআইরাস সংক্রমন প্রতিরোধে (কোভিড-১৯) দিনাজপুরের বিরলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এরিয়া প্রোগ্রামের আওয়াতায় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দূরত্ব বজায় রেখে প্রথম পর্যায়ে উপজেলার ৫ টি ইউনিয়নের সুফলভোগি ১০০ টি পরিবারের মাঝে হ্যান্ড ওয়াশিং ডিভাইস (বালতি) বিতরণ করা হয়েছে।
এ সময় ওয়ার্ল্ড ভিশনের বিরল এরিয়া প্রোগ্রাম (এপি) ম্যানেজার সুজিত কস্তা, প্রোগ্রাম অফিসার শিশির রোজারিও, প্রোজেক্ট অফিসার পিযুস কুমার চাকী, জয়যাত্রা টেলিভিশনের বিরল প্রতিনিধি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশনের বিরল এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা বলেন, করোনা ভাইরাস সংক্রমণ বিস্তৃতরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতামূলক বক্তব্যে সকলকে স্বাস্থবিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয়।