রংপুর

বিরলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২০ , ৪:২৩:৪৩ প্রিন্ট সংস্করণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ ( সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে দিনাজপুরের বিরলে বিভিন্ন মসজিদের মুসুল্লিরা শুক্রবার বাদ জুম্মা বিরল উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে একত্রিত হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে বিরল পৌর শহর প্রদক্ষিণ করেছে। বিরল উপজেলা সম্মিলিত কওমী পরিষদ ও উপজেলা ইমাম সমিতি যৌথভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
বিরল উপজেলা ইমাম সমিতির সভাপতি ও উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুনসুর আলীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাতি ও সম্মিলিত কওমী পরিষদ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান কাসেমী। সম্মিলিত কওমী পরিষদ বিরল উপজেলার সহসভাপতি মাওলানা রবিউল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সম্মিলিত কওমী পরিষদ বিরল উপজেলার সভাপতি মুফতি ফজলে নুর, শংকরপুর জামে মসজিদের ইমাম আবু হানিফ, হাফেজ আরমান হোসেন, হাফেজ রবিউল ইসলাম প্রমুখ।

আরও খবর

Sponsered content