প্রতিনিধি ১৯ মে ২০২০ , ৮:১৮:৩৫ প্রিন্ট সংস্করণ
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে মঙ্গলবার থেকে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সরকারী খাদ্য গুদামে ক্রয় অভিযানের উদ্বোধন করেন, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, চরকাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রায়হান কবীর ও সূধিবৃন্দ। জানা গেছে, এবার বিরামপুর উপজেলার কৃষকদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ৩ হাজার ৩শ’ ৪২ মে. টন চাল এবং ২৬ টাকা কেজি দরে ৩ হাজার ৩৯ মে. টন ধান সংগ্রহ করা হবে।