রংপুর

বিরামপুরে নারী কোটার দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২১ , ৭:১৩:২৩ প্রিন্ট সংস্করণ

Exif_JPEG_420

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩ ভাগ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে সুইস হেলভেটাস ইন্টারন্যাশনারের সহায়তায় এবং ডেমক্রেসিওয়াচ অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের বাস্তবায়নে বিরামপুর উপজেলা নারী উন্নয়ন ফোরাম মানববন্ধন করেছে।

বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে সোমবার মানববন্ধনে অংশগ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি উম্মে কুলছুম বানু, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মো. মোস্তফা কামাল, সহ-দপ্তর সম্পাদক এহছানুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম নূরা, ডেমক্রেসিওয়াচ’র বিরামপুর উপজেলা সমন্বয়কারী আরিফা খাতুন ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।

 

আরও খবর

Sponsered content