প্রতিনিধি ৮ অক্টোবর ২০২০ , ৪:৪৫:২৭ প্রিন্ট সংস্করণ
বিরামপুর উপজেলায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সংক্রান্তে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটরিয়ামে বৃহস্পতিবার বিরামপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সভায় সভাপত্বি করেন ইউএনও পরিমল কুমার সরকার। সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
বিশেষ অতিথি ছিলেন বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, থানার ওসি মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার, ৭টি ইউপি চেয়ারম্যানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।