প্রতিনিধি ৭ নভেম্বর ২০২০ , ৪:২৮:৩১ প্রিন্ট সংস্করণ
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
বিরামপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের (গিরিংগী বাজার) এলাকায় বন বিভাগের জমিতে অবৈধভাবে ঘর নির্মাণে বাধা দেওয়ায় বন বিভাগের দুই কর্মকর্তা ও ৩ কর্মচারীকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার পর পুলিশ এজাহারভুক্ত এক আসামিকে আটক করে শনিবার দিনাজপুর আদালতে পাঠিয়েছে।
মামলা সূত্রে প্রকাশ, দেবীপুর গ্রামে বন বিভাগের জমিতে আজাদ, মনজেল গং শুক্রবার বিকালে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করার সময় বিট কর্মকর্তা আব্দুল বারিক বন কর্মীদের নিয়ে তাদের বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা ৪ জন বন কর্মীকে মারপিট করে। খবর পেয়ে চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার সেখানে গেলে আসামিরা তাকেও মারপিট করে।
এ ঘটনায় থানায় মামলার পর পুলিশ এজাহারভুক্ত আসামি মনজেল (৫৫ কে আটক করেছে। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, অন্যান্য আসামিদের ধরার জোর প্রচেষ্টা চলছে।