রংপুর

বিরামপুরে ৪ হাজার কৃষক পাচ্ছে প্রণোদনার সার-বীজ

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২২ , ৮:৪৯:২৯ প্রিন্ট সংস্করণ

Exif_JPEG_420

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় রবি মৌসুমে আবাদ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৯৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। সোমবার তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি চত্বরে সার বীজ বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। এসময় তার সাথে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা জাহেদুল ইসলাম ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এবং সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content