দেশজুড়ে

বিরামপুর থেকে ধান কাটা শ্রমিক যাচ্ছে নাটোর

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২০ , ৬:১১:৩২ প্রিন্ট সংস্করণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর থেকে ধান কাটা শ্রমিক যাচ্ছে নাটোরের সিংড়া উপজেলায়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে শ্রমিক বাহী একটি মিনি ট্রাক নাটোর যাওয়ার অনুমতি দিয়েছে বিরামপুর থানা পুলিশ।
জানা গেছে, আগাম বোরো ধান কাটার জন্য প্রতি বছর বিরামপুর থেকে শ্রমিকরা নাটোর এলাকায় যায়। কিন্ত্র করোনা ভাইরাসের কারণে এবার গণপরিবহণ বন্ধ থাকায় শ্রমিকরা পড়েছে বিপাকে। উপজেলার ১৪জন শ্রমিক নাটোর যাওয়ার জন্য বিরামপুর থানা পুলিশের সহায়তা চান। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, শ্রমিকরা নাটোর যাওয়ার প্রস্তুতি নিলে একটি মিনি ট্রাক ভাড়া করে। ট্রাকের সামনে জরুরী ধানকাটা শ্রমিক পরিবহণ ব্যানার দিয়ে তাদেরকে যাওয়ার সহযোগিতা প্রদান করা হয়।
 

আরও খবর

Sponsered content