রংপুর

বিরামপুর মুক্ত দিবস পালিত

  প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২১ , ৫:৪৭:৫২ প্রিন্ট সংস্করণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : রোববার শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে দিনাজপুরের বিরামপুর মুক্ত দিবস পালন করা হয়েছে। সকালে স্থানীয় ঢাকামোড় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ শোভাযাত্রা নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সমবেত হন।

সেখানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ওহিদুন্নবী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, থানার ওসি সুমন কুমার মহন্ত, মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ, হবিবর রহমান, আবু বক্কর সিদ্দিক, গোলাম মোস্তফা, আব্দুর রহিম মন্ডল, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, সাবেক সভাপতি আকরাম হোসেন, সঞ্চালনায় মাহমুদুল হক মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

আরও খবর

Sponsered content