প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২২ , ৭:০৯:১১ প্রিন্ট সংস্করণ
মো. আরাফাত রহমান, জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৪ গবেষক অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। গত ২৩ এপ্রিল এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকায় বিশ্ববিদ্যালয়ের ১৪ জন গবেষকদের মধ্যে প্রথম স্থানে আছে পপুলেশন সাইন্স ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান খান (৮৬)৷ দ্বিতীয় স্থানে রয়েছে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিল হোসন (১১৪০) এবং তৃতীয় স্থানে রয়েছে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
এছাড়াও তালিকায় জায়গা করে নিয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. সেলিম আল মামুন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল কুমার রায়, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, পপুলেশন সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. নূরে আলম সিদ্দিকী, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ চৌধুরী, পপুলেশন সাইন্স বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার দাস, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মুয়ীদ(পলাশ), অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. বখতিয়ার উদ্দিন, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হোসাইন ।
উল্লেখ্য, সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র্যাংকিং প্রকাশ করা হয়েছে।