আন্তর্জাতিক

বিশ্বে পরমাণু শক্তিধর দেশ ৯টি, কার কাছে কত

  প্রতিনিধি ১৮ মে ২০২৫ , ৩:২২:২৬ প্রিন্ট সংস্করণ

বিশ্বে পরমাণু শক্তিধর দেশ ৯টি, কার কাছে কত
ছবি : সংগৃহীত

ফেডারেশন অব অ্যাটোমিক সায়েন্টিস্ট-এর ‘স্ট্যাটাস অব দ্য ওয়ার্ল্ডস নিউক্লিয়ার ফোর্সেস-২০২৫’-এর হিসাব বলছে, বর্তমানে ৯টি দেশের কাছে আনুমানিক ১২ হাজার ৩৩১টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। স্নায়ু যুদ্ধের সময়ের থেকে এ সংখ্যা কয়েকগুণ কম হলেও বর্তমানে অস্ত্রগুলো আরও বেশি শক্তিশালী। সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে পারমাণবিক অস্ত্র দিয়ে একবার হামলা চালানো হলে প্রাণ হারাবেন প্রায় ৫ লাখ ৮৩ হাজার ১৬০ জন মানুষ। এ থেকে বোঝা যায় মাত্র একটি পারমাণবিক অস্ত্র কতটা ধ্বংসাত্মক ও ভয়ানক হতে পারে।

১. রাশিয়া

বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার হাতে। দেশটির সামরিক বহরে রয়েছে আনুমানিক ৫ হাজার ৮৮৯টি পারমাণবিক অস্ত্র। ১৯৪৯ সালে প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষার পর থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশটি ৭১৫টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। রাশিয়ার কাছে ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও যুদ্ধবিমানের মাধ্যমে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক অস্ত্রও রয়েছে। ২০২২ সালে রাশিয়া পারমাণবিক অস্ত্র বহর নির্মাণ ও রক্ষণাবেক্ষণে আনুমানিক ৪ হাজার ৩৭০ কোটি ডলার ব্যয় করেছে। রাশিয়া এখনো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে (টিপিএনডব্লিউ) স্বাক্ষর করেনি বা অনুমোদন দেয়নি।

 ২. যুক্তরাষ্ট্র

রাশিয়ার পর যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রধারী দ্বিতীয় শীর্ষ দেশ। বর্তমানে আনুমানিক ৫ হাজার ২৪৪টি পারমাণবিক অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। সেগুলো ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা ছোড়ার যোগ্য। যুক্তরাষ্ট্রের হাতে পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত প্রায় ৪০০টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-আইসিবিএম আছে। ২০২২ সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র বহর নির্মাণ ও রক্ষণাবেক্ষণে আনুমানিক ৪ হাজার ৩৭০ কোটি ডলার ব্যয় করেছে। যুক্তরাষ্ট্র ১৯৪৫ থেকে ১৯৯২ সালের মধ্যে মোট ১ হাজার ৩০টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। রাশিয়ার মতো যুক্তরাষ্ট্রও এখনো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে (টিপিএনডব্লিউ) স্বাক্ষর করেনি বা অনুমোদন দেয়নি।

৩. চীন

চীনের হাতে রয়েছে আনুমানিক ৪১০টি পারমাণবিক অস্ত্র। সেগুলো ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও বিমানের মাধ্যমে উৎক্ষেপণ করা যায়। ১৯৬৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত চীন ৪৫টি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ২০২২ সালে চীন পারমাণবিক অস্ত্র বহর নির্মাণ ও রক্ষণাবেক্ষণে আনুমানিক ১ হাজার ১৭০ কোটি ডলার ব্যয় করেছে। চীনও এখনো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে (টিপিএনডব্লিউ) স্বাক্ষর করেনি বা অনুমোদন দেয়নি।

৪. ফ্রান্স

ফ্রান্সের কাছে আনুমানিক ২৯০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এসব অস্ত্র সাবমেরিন ও যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণযোগ্য। ১৯৬০ থেকে ১৯৯৬ সালের ২১০টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে মধ্যে ফ্রান্স। ২০২২ সালে ফ্রান্স পারমাণবিক অস্ত্র বহর নির্মাণ ও রক্ষণাবেক্ষণে আনুমানিক ৫৬০ কোটি ডলার ব্যয় করেছে। ফ্রান্স এখনো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে (টিপিএনডব্লিউ) স্বাক্ষর করেনি বা অনুমোদন দেয়নি।

৫. যুক্তরাজ্য

যুক্তরাজ্যের কাছে আনুমানিক ২২৫টি পারমাণবিক অস্ত্র রয়েছে। ২০২২ সালে যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্রের বহর নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ব্যয় করে আনুমানিক ৬৮০ কোটি ডলার। যুক্তরাজ্যও এখনো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে (টিপিএনডব্লিউ) স্বাক্ষর করেনি বা অনুমোদন দেয়নি।

আরও খবর

Sponsered content