প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২০ , ৭:২৯:০৪ প্রিন্ট সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি : বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বাগেরহাট লায়ন্স ক্লাব অব গ্রীণ ৪০ জন পথশিশুর সাথে খাবার ভাগাভাগি করে দিবসটি পালন করেছে। শুক্রবার দুপুরে শহরের অভিজাত ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে বিশ^ খাদ্য দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাব পেসিডেন্ট রিজিয়া পারভীন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আহাদ উদ্দিন হায়দার ও মুজাহিদ আহমেদ, সেক্রেটারী মনি মল্লিক, ট্রেজারার শিল্পি আক্তার, সদস্য আলী আশরাফ টিটো প্রমূখ। আলোচনা সভায় বক্তারা করোনার সময়ে স্বাস্থ্যবিধি, শিশু বিবাহ, শিশু উত্যাক্তকরণ, শিশু পাচার বিষয়ে শিশুদের ধারনা প্রদান করা হয়।