প্রতিনিধি ১২ মে ২০২৪ , ৭:৩৯:৪৭ প্রিন্ট সংস্করণ
মা’কে ভালোবাসে না, এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু কয়জন তা মুখ ফুটে বলতে পারি! মাকে নিয়ে আবেগ, ভালোবাসা, ছোটবেলার কোন মজার দুষ্টুমি, মার খাওয়ার মধুর স্মৃতি এসব না হয় আজ চিঠির মাধ্যমে প্রকাশিত হোক। মাকে নিয়ে এই ভালোবাসা চিঠির মাধ্যমে প্রকাশ করতে ভিন্নধর্মী কর্মসূচী “অব্যক্ত পঙক্তিমালা’র” আয়োজন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এডভেঞ্চার ক্লাব। আজ রবিবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতনে এই আয়োজন করা হয়েছে। সকাল ১০.০০ টা থেকে বিকেল ৪.০০ টা অবধি চিঠি জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং সেরা চিঠি লেখককে পুরষ্কৃত করার ঘোষণাও দেওয়া হয়েছে।
বিশ্ব মা দিবসে মা’কে নিয়ে চিঠি লেখা জমা দেওয়া এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে থাকার কারণে মা থেকে দূরে থাকলেও মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা সবসময় বিরাজমান থাকে। বিশ্ব মা দিবসে তাই মায়ের প্রতি অব্যক্ত কথাগুলো চিঠিতে লিখতে পারায় আনন্দ অনুভব করছি।
নোবিপ্রবি এডভেঞ্চার ক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ সিয়াম বলেন, পৃথিবীর আলো দেখানো ব্যক্তির জন্য বিশেষ কোনো দিন হয় না। তাও পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে নোবিপ্রবি এডভেঞ্চার ক্লাব এক ভিন্নধর্মী আয়োজন করে “অব্যক্ত পংক্তিমালা” র। মায়ের প্রতি সন্তানের আবেগ,ভালোবাসা গুলো লিখে প্রকাশ করা সম্ভব নয়। তাও মায়েদের কষ্ট, শ্রম এবং ত্যাগ তিতিক্ষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে আমাদের এই আয়োজন।
নোবিপ্রবি এডভেঞ্চার ক্লাবের সভাপতি অর্নব সরকার বলেন, মায়ের ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা সম্ভব হবে না। ছোট বেলা থেকে আদর,মায়া, মমতা দিয়ে আমাদের বড় করেছেন। তাই মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমাদের আজকের এই আয়োজন।