প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৫ , ৭:০৬:২৩ প্রিন্ট সংস্করণ
নানা নাটকীয়তা শেষে আজ বিসিবি নির্বাচন শেষ হয়েছে। তিন ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।
চলুন, দেখে নেওয়া যাক নির্বাচিত পরিচালকদের—
এনএসসি কোটা থেকে নির্বাচিত পরিচালক
এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
ক্যাটাগরি-১ জেলা-বিভাগ কোটা থেকে নির্বাচিত পরিচালক
চট্টগ্রাম বিভাগ : আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর।
খুলনা বিভাগ : আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান।
ঢাকা বিভাগ : নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল।
বরিশাল বিভাগ : সাখাওয়াত হোসেন।
সিলেট বিভাগ : রাহাত শামস।
রাজশাহী : মোখলেসুর রহমান।
রংপুর : হাসানুজ্জামান।
ক্যাটাগরি-২ ঢাকার ক্লাব কোটা থেকে নির্বাচিত পরিচালক
ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।
ক্যাটাগরি-৩ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত পরিচালক
খালেদ মাসুদ পাইলট।





