প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২১ , ৫:১৫:১৬ প্রিন্ট সংস্করণ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর আয়োজনে বুধবার ঠাকুরগাঁও ইএসডিওর ভারপ্রাপ্ত পিপিএমএফ স্বপন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের। শস্যবীমা বিষয়ে দিক নিদের্শনা বক্তব্য রাখেন রংপুর জোনের সিনজেনকা ফাউন্ডেশনের ফিল্ড কো-অডিনেটর মো. রফিকুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন, আবহাওয়া পরিস্থিতিতে ফসলের ক্ষতিগ্রস্ত হলে আমরা কৃষকদের মাঝে বীমার টাকা প্রদান করে থাকি। যে পরিমানে ফসল ক্ষতি হয় সেই পরিমানেই ক্ষতি পরিশোধ করি। ২০১৮ সাল থেকে আবহাওয়া সূচক ভিত্তিক বীমা চালু করা হয়েছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আবহাওয়া অধিদপ্তেরের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন, সিনজেনটা ফাউন্ডেশনের প্রজেষ্ট অফিসার মো. রিফাত হাসান, ঠাকুরগাঁও ইএসডিও ফিল্ড কো-অডিনেটর খাতিবা রহমান, বীরগঞ্জ ইএসডিওর এক্সটেশন অফিসার মো. নাসিরুল ইসলাম, ইএসডিওর বীরগঞ্জ শাখা ব্যবস্থাপক পবির মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন ।