প্রতিনিধি ৮ নভেম্বর ২০২১ , ৭:৩৬:৪০ প্রিন্ট সংস্করণ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : রোববার বিকালে বীরগঞ্জ এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন ধান/চাল সংগ্রহের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু রেজা মো. আসাদুজ্জামান, বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেহেল রানা, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান বাবু প্রমুখ।