প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২০ , ৫:২০:৩১ প্রিন্ট সংস্করণ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : সোমবার দিনাজপুরের বীরগঞ্জ সরকারী কলেজে বাংলাদেশ স্কাউট দিনাজপুর জেলা রোভারের আয়োজনে ১৯তম রোভার মেট কোর্স কর্মসূচির অংশ হিসেবে বীরগঞ্জে সামাজিক কার্যক্রমের মধ্যে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি ও বিনামূল্যে মাস্ক বিতরণ করেন রোভার স্কাউট ও রোভার ইন গার্লস সদস্যরা। পাঁচদিন ব্যাপি মেট কোর্সে বিভিন্ন জেলা থেকে আগত রোভার স্কাউট ও রোভার ইন গার্লস সদস্যরা বিভিন্ন তাত্তি¡ক ও ব্যবহারিক জ্ঞান আহরণ করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিটগুলোতে সচলকরণের লক্ষে প্রশিক্ষণ গ্রহন করে থাকেন। এছাড়াও রোভার স্কাউট ও রোভার ইন গার্লস সদস্যরা শীতবস্ত্র সংগ্রহ করে দুঃস্থদেরে মাঝে বিতরণ করেন। প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন, দিনাজপুর জেলার রোভার স্কাউটের সম্পাদক মো. জহুরুল হক, নির্বাহী কমিশনার মো. নজি উদ্দিন, কমিশনার মো. সাইফুদ্দিন আহম্মেদ, সহকারী কমিশনার প্রভাষক মো. আল-মামুন, আরএসএল প্রভাষক রুমানা ফারজানা, ডিআরএসএল মো. রফিকুল ইসলাম প্রমুখ।