প্রতিনিধি ৯ অক্টোবর ২০২০ , ৪:২০:৩৬ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বীরগঞ্জে অস্থির হয়ে উঠেছে সবজির বাজার। সরবরাহ পর্যাপ্ত থাকলেও অকারণে দামের ঊর্ধ্বমুখিতে দিশেহারা হয়ে পড়েছেন নি¤œ ও মধ্য আয়ের মানুষ। বাজারে আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাসাধারণের। উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বাজার ঘুরে বুধবার এ চিত্র দেখা গেছে। বাজারে প্রশাসনের মনিটরিং কিংবা তদারকি দুষছেন ভোক্তারা।
দেখা যায়, বীরগঞ্জ পৌর শহরে রবিবার ও বুধবার দুই দিন হাট বসে। এতে কিছুদিন আগেও যে সবজি ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে তা এখন ৬০ থেকে ৮০ টাকায়। প্রায় প্রতিটি সবজির দামই বাড়তি। এছাড়া ৫০ টাকার শসা বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ৮০ টাকার টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকায়। বেগুন ৭০ টাকা, পটল ৬০ টাকা, করলা ৭০ টাকা, গাঁজর ১০০ টাকা, মূলা ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাঁচা মরিচ ২০০-২২০ টাকা, আলু ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
একাধিক ভোক্তা জানান, পাইকারি আড়তদার বাজারে পর্যাপ্ত সবজি থাকলেও ইচ্ছে করেই কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেন। এতে আমাদের কিছু করার থাকে না। দৈনিক পৌর বাজারে আসা স্বল্প আয়ের পৌরসভার বাসিন্দা তফিজ উদ্দিন বলেন, এক সপ্তাহ ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিতে দ্বিগুণ বেড়ে গেছে। দিন মজুর জয়নাল, আক্কাসসহ একাধিক নি¤œ আয়ের মানুষ জানান, বাজার দর চড়া থাকায় সবজি খেতে পারছি না।