প্রতিনিধি ২৯ জুন ২০২০ , ৮:০৩:১৩ প্রিন্ট সংস্করণ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মিনি বেগম (৪০) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৮জুন ঢাকায় চিকিৎসাধী অবস্থায় ইন্তেকাল করেণ (ইন্না লিল্লাহি…..রাজিউন)। সোমবার সকাল ১০ টায় গ্রামের বাড়ি মরিচা চৌধুরী পাড়া জামে সমজিদের চত্বরে নামাজে জানাযা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে মরহুমা স্বামী ও দুই শিশুকন্যাসহ বহু গুনী শিক্ষার্থী ও শুভানুধ্যায়ি রেখে গেছেন।