শিক্ষা

বুয়েট ছাত্র আবরারের স্মরণে পলাশীর মোড়ে স্মৃতিফলক

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ২:৫৮:৩৫ প্রিন্ট সংস্করণ

বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্মরণে পলাশীর মোড়ে অস্থায়ী একটি স্মৃতিফলক নির্মাণ করেছেন বুয়েট শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৬ অক্টোবর) রাত ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশীর মোড়ে প্রতীকী স্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়। শিক্ষার্থীরা জানান, এদিন আবরার ফাহাদকে হত্যা করা হয়। আবরারের স্মৃতি ও চেতনা সমুন্নত রাখতে তারা এই আট স্তম্ভের প্রতীকী শহীদ মিনার নির্মাণ করেছেন।

তারা জানান, আট স্তম্ভের মাধ্যমে সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা, আগ্রাসন নির্মূলের দাবি তুলে ধরা হয়েছে।

আরও খবর

Sponsered content