দেশজুড়ে

বৃষ্টিতে নির্ঘুম রাত কাটে সাঙ্গু নদী পাড়ের মানুষের

  প্রতিনিধি ১ জুলাই ২০২৪ , ৫:১৬:৩২ প্রিন্ট সংস্করণ

বৃষ্টিতে নির্ঘুম রাত কাটে সাঙ্গু নদী পাড়ের মানুষের

পার্বত্য জেলা বান্দরবানে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারনে জেলার সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে ফলে অনেকটাই আতংকে কাটছে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী জনসাধারণের দিন।

এরই মধ্যে নিজেদের আবাসস্থল হতে গবাদি পশু সরিয়ে উচু স্থানে স্থানান্তর করেছে। দিনের বেলায় যেমন তেমন হলেও বৃষ্টির কারণে রাতের বেলায় অনেকটা নির্ঘুম সময় কাটান সাঙ্গু নদীতীরের মানুষ।

গত বছরের আগস্টের ভয়াবহ বন্যার কথা এখনো ভুলতে পারে নি নদী পাড়ের মানুষ এর মধ্যে টানা ৭২ ঘন্টার বৃষ্টি তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।

বান্দরবান জেলা সদরের সাঙ্গু নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয়রা জানান গেল বছরের ক্ষতি এখনো কাটেনি টানা বৃষ্টিপাতে এখন নতুন করে চিন্তায় আছি।

তারা জানায় বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিবার পরিজন নিয়ে নিরাপদ স্থানে চলে যাবো।

এদিকে বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল জানান গত ২৪ ঘন্টায় ১০৮ মিঃমিঃ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বৃষ্টিপাত আগামী আরো কয়েকদিন হওয়ার সম্ভাবনা আছে,বৃষ্টিপাতের কারণে সাঙ্গু নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, পাহাড় ধ্বসেরও সম্ভাবনা আছে।

এদিকে টানা বৃষ্টিপাতের কারণে দুর্যোগপূর্ণ বিপজ্জনক পাহাড়ি এলাকা হতে সরে যেতে বান্দরবান পৌরসভার পক্ষ হতে জনসচেতনতায় মাইকিং অব্যাহত আছে।

এ বিষয়ে বান্দরবান পৌরসভার মেয়র মো. শামসুল ইসলাম ভোরের দর্পণ কে বলেন প্রাথমিক ভাবে পৌর এলাকায় ১৯ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাহাড়ি এলাকায় বসবাসকারী জনসাধারণ কে নিরাপদ আশ্রয়ে চলে আসতে বলা হয়েছে,কেউ আশ্রয় কেন্দ্রে আসলে তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরদের জরুরি ভাবে এই বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। রিপোর্ট লিখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত আছে।

আরও খবর

Sponsered content