প্রতিনিধি ২৫ মে ২০২১ , ৫:৫৯:০৯ প্রিন্ট সংস্করণ
তবে সেঞ্চুরির পথে দুইবার বাধা হয়ে দাঁড়ায় বেরসিক বৃষ্টি। তাতে অবশ্য দমে যাননি তিনি। ৮৫ রানের সময় প্রথমবার বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণ পর বৃষ্টি কমলে আবারও খেলা শুরু হয়। ৮৫ থেকে চলে যান ৯৬ তে। সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকতেই হানা দেয় বৃষ্টি।
৭৪ রানে ৪ উইকেট হারানোর পর দলের বিপদের মুহূর্তে হাল ধরেন মুশফিক। তার সঙ্গী মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ বিদায় নেন ৫৮ বলে ৪১ রানের ইনিংস খেলে। তবে একপ্রান্ত আগলে রেখে ত্রাতার ভূমিকায় হাজির হন মুশফিক।