বৃহস্পতিবার ৪শ জনকে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স
প্রতিনিধি
১ অক্টোবর ২০২০ , ১:৩৪:২৫
প্রিন্ট
সংস্করণ
ভোরের দর্পণ অনলাইন:
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স বৃহস্পতিবার (অক্টোবর ০১) ৪০০ জনকে টিকিট দেবে। যারা রিটার্ন টিকিট করে দেশে এসে মহামারি করোনায় আটকা পড়েছেন, তারাই এই টিকিট পাচ্ছেন।এ দিন এয়ারলাইন্স কর্মকর্তারা জানান, এ-১ থেকে এ-২০০ ও বি-১ থেকে বি-২০০ এই ৪০০ প্রবাসী যাত্রী বৃহস্পতিবার সৌদি ফিরে যাওয়ার টিকিট পাবেন। এই টোকেনধারীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় টিকিট বিক্রি শুরু হবে।এদিকে অন্যদিনের তুলনায় বৃহস্পতিবারও রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্স কার্যালয়ে দীর্ঘ ভিড় দেখা গেছে। অনেকেই টোকেনের আশায় এসেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৪ অক্টোবর পরবর্তী টোকেন বিতরণ করা হবে।
আরও খবর
Sponsered content