দেশজুড়ে

বেলকুচিতে তামাই ক্লাব ৩ হাজার তাঁত শ্রমিককে দিচ্ছে খাদ্য সহায়তা 

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২০ , ৬:০৬:৪২ প্রিন্ট সংস্করণ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তাঁত পল্লীতে চলছে শুনশান নিরাবতা। করোনাভাইরাসের প্রভাবে প্রায় ১ মাস ধরে তাঁত শিল্পের সাথে জড়িত ৩ হাজার পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। গত দুই সপ্তাহ ধরে সেচ্ছাসেবী সংগঠন তামাই ক্লাব লিমিটেডের পক্ষ থেকে এলাকার দুস্থ পরিবারে রাতে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়া হচ্ছে চাল, ডাল, তেল, লবন, আলু, পেয়াজ ও ময়দা। মঙ্গলবার দুপুরে তামাই গ্রামে গিয়ে দেখা যায়, ক্লাবের সদস্যরা খাদ্য সামগ্রী প্যাকেট করছে। কেউ ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে একেক এলাকায়, রাতেই অভাবীদের বাড়ি বাড়ি গিয়ে তুলে দেয়া হবে সহায়তা। এ বিষয়ে ক্লাবের সদস্য এনামুল কবির রিফাত জানান, কর্মহীন ও মধ্যবিত্ত পরিবার গুলোকে গোপনে খাদ্য সহায়তা করা হচ্ছে। সহায়তা গ্রহীতাদের কোন ছবি উঠানো হয় না। ৩ হাজার পরিবারের পাশে দাড়াতে এলাকার তরুন সমাজকর্মী ও ব্যবাসায়ীদের সহায়তায় তামাই ক্লাবের আয়োজনে এ কার্যক্রম চলছে। এই দুর্যোগে দেশের বিত্তবানরা মানবিকতার টানে এগিয়ে আসলে কর্মহীন পরিবার গুলো একটু হলেও উপকৃত হবে।

আরও খবর

Sponsered content