প্রতিনিধি ২২ অক্টোবর ২০২০ , ৪:১২:১৬ প্রিন্ট সংস্করণ
বেড়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার বেড়া পৌর সভার সাময়িক বরখাস্তকৃত মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার হরতাল ও পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেড়া সিঅ্যান্ডবি চতুর বাজোরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। কাদের ডাক্তারের মোড়, ডাকবাংলা ও মোহনগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেড়া বাজার বণিক সমিতি, বেড়া পৌর রিক্সা-ভ্যান চালক সমিতি, বৃশালিখা ঘাট শ্রমিক সমিতি, নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মজনু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, নাগরিক কমিটি বেড়া ফাউনন্ডেশনের সভাপতি আলমাহমুদ সরকার প্রমুখ। বক্তারা সাময়িক বরখাস্তস্কৃত মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে স্বপদে বহালের দাবি জানান।