রাজশাহী

বেড়ায় ‘নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচি পালিত

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ৪:৫৫:০৬ প্রিন্ট সংস্করণ

বেড়া (পাবনা) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বেড়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ব্যাপকভারে বাস্তবায়ন ও গণসচেতনা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি, মানবন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে কাদের ডাক্তারের মোড়ে এসে মানববন্ধনে যোগ দেন। ফকির প্লাজার মোড় থেকে কাদের ডাক্তারের মোড় পর্যন্ত বিশাল মানববন্ধনে সরকারি কর্মকর্ত-কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। পরে ফকির প্লাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী কর্মসূচিতে অংশ গ্রহনকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, শীত মওসুমে করোনা সংক্রমণ বাড়তে পারে, এমন আশঙ্কায় ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়ন করা সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়ন করতে প্রয়োজনে সামাজিক আন্দোলন, প্রচারাভিযান, আইনগত ব্যবস্থাসহ যেভাবেই হোক এই কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

আরও খবর

Sponsered content