দেশজুড়ে

বৈষম্যবিরোধী ছাত্রদের বিনা লাভের দোকানে উপচেপড়া ভীড়

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৪ , ৩:২৩:২২ প্রিন্ট সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্রদের বিনা লাভের দোকানে উপচেপড়া ভীড়

বাগেরহাটের মোরেলগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের আয়োজনে বাজার নিয়ন্ত্রনের লক্ষ্যে বসানো বিনা লাভের দোকানের সকল পণ্য মাত্র ৩ ঘন্টায় বিক্রয় শেষ হয়ে গেছে।

ছাত্ররা সকাল ৮টা থেকে মোরেলগঞ্জ পৌরসভা ভবনের সামনে ডিম, পিয়াজ, আলু, পেপে, লাউ, কাঁচা মরিচসহ ১৮ ধরণের নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান নিয়ে বসেন। বেলা ১১টার মধ্যে সকল পন্য বিক্রয় শেষ হয়ে যায়। এ দোকানে পিয়াজ ১০০ টাকা, আলু ৬০ টাকা করে প্রতি কেজি ও ডিম প্রতিপিচ ১২ টাকা দরে বিত্রয় করা হয়েছে।

স্থানীয় বাজার দরের চেয়ে কিছুটা কম দামে পাওয়ায় ছাত্রদের দোকানে ছিল উপচে পড়া ভীড়। বেলা ৯ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম দোকানটি পরিদর্শন করেন। তিনি ছাত্রদের এ উদ্যোগের প্রশংসা করেন। সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. জাকির হোসেন ছাত্রদের এ কাজে সহযোগীতা করেন।

দোকানটিতে প্রথম দিনে ৩টি বৈদ্যুতিক পরিমাপযন্ত্র নিয়ে ১০ জন ছাত্র জনস্বার্থে শ্রম দেন। এরা হচ্ছেন, মুসাদ্দিক বিল্লাহ তামিম, সায়মন জিয়ন, সানি রহমান, মাশরাফি আকিব, সোহাগ খান, তানভির রহমান আকাশ, মো. মৃদুল খান, হাসিবুল ইসলাম সিফাত ও মুবিনুল হাসান অনি।

আরও খবর

Sponsered content