ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৪ , ৪:৫৮:৪৯ প্রিন্ট সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফেরাত, চিকিৎসাধীন সকলের সুস্থতা কামনায় দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠান সফল করতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দেন। 

শুক্রবার বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকার হামিদ ভুঁইয়া স্কুল মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল  অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা যুবদল নেতা মো. শরীফুল আলম,  আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, ইয়ারপুর  ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন সরকার, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন মুন্সী ও ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাবুল হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্রদলের সদস্য মো. রাশেদুল ইসলাম ভূঁইয়া, যুবদল নেতা মো. রিপন শিকদার, ধামসোনা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আলামিন নাঈম খাঁন ও ছাত্রদল নেতা মো. অপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আগামীর দেশ নায়ক তারেক রহমান বলে দিয়েছেন, কোনো প্রকার চাঁদাবাজি, দখলবাজি করা যাবে না। যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি-দখলবাজি করবে, তাদের কোনো অস্তিত্ব দলে থাকবে না। চাঁদাবাজদের উদ্দেশ্য কঠোর হুঁশিয়ারি করে তিনি আরও বলেন, আপনাদের অপকর্মের দাগ শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির গায়ে লাগতে দিবো না। সুতরাং দল থেকে যেসব দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেই সব দিক নির্দেশনাগুলো মেনেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। যারা দলের নির্দেশনা না মেনে কাজ করবে,  এবং এর প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুশিয়ারী দেন।

আরও খবর

Sponsered content