প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২০ , ২:৪৯:০০ প্রিন্ট সংস্করণ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার গৃহহীনদের নিজ অর্থায়নে ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্মতি প্রকাশ করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গৃহ নির্মাণে জন্য যারা এগিয়ে এসেছেন তারা হলেন, আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন এর সভাপতি রমিজা রৌফ চৌধুরী এবং খালাস উদ্দীন ওয়াকফ স্টেট মোতয়াল্লী প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ৩ টি ঘর, উপজেলা পরিষদ চেয়ারম্যান, এ্যাডভোকেট মো. জুলফিকার হোসেন ১ টি ঘর, মো. ন‚র আলম ও মো. মাহবুব খান, সভাপতি ও সম্পাদক, ইটভাটা মালিক সমিতি ১টি গৃহ, মো. আসলাম, উত্তরা অটো রাইস মিল ১ টি ঘর, ৪ নং আটগাও ইউনিয়ন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুননবী চৌধুরী জামান ১টি ঘর, মো. আকিল আহম্মেদ, সোনালি অটো রাইস মিল ১টি ঘর, হাজী আলম খান, সালেহা অটো রাইস মিল ১টি ঘর, ওসমান গনি, রাহাবার কোল্ড স্টোরেজ ১টি ঘরসহ সর্বমোট ১০টি ঘর। তাদের এই উদ্যোগে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।