প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২০ , ৪:৪৬:৫৮ প্রিন্ট সংস্করণ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট বোচাগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নের দুইশতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। শনিবার সকালে সেতাবগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে রেড ক্রিসেন্ট সোসাইটি করোনাকালীন ত্রাণ সহায়তার অংশ হিসেবে বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ও ৬নং রণগাঁও ইউনিয়নের ২শ পরিবারের মাঝে সাড়ে সাত কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ কেজি চিনি ও হাফ কেজি সুজি বিতরণ করেন। এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, দিনাজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য কামরুল হুদা হেলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, যুগ্ম সম্পদক সুব্রত কুমার অধিকারী, দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।