রংপুর

বোদায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  প্রতিনিধি ২৯ মার্চ ২০২৩ , ৮:৪৫:৩২ প্রিন্ট সংস্করণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদায় সূচনা সমাজ উন্নয়ন সংস্থার সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বুধবার বালাভীড় সূচনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বোদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। সূচনা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সপিকুল আলম দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় অন্যান্যের মধ্যে বোদা উপজেলা আ.লীগের সহ সভাপতি উদয় কুমার ঘোষ, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, আব্দুল বাছেদ, আশরাফুল ইসলাম বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।