রংপুর

বোদায় এতিম মেয়ের বিয়েতে কনে সাজের উপহার প্রদান

  প্রতিনিধি ৮ জুন ২০২২ , ৬:৫২:৫৩ প্রিন্ট সংস্করণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : সমিতি বা সমবায় সমিতিগুলো সাধারণত সভা সমাবেশ ও ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে। কিন্তু পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের তাঁতিপাড়া গ্রামের বিপ্লবী যুব উন্নয়ন সমবায় সমিতি এর ব্যতিক্রম। তারা তাদের নিজেদের সংগৃহিত চাঁদা ও সেবা খাতের উপার্জিত অর্থ দিয়ে এলাকার অসহায় মানুষদের নানাভাবে সহায়তা করে আসছে।

এর অংশ হিসেবে জেলা বোদা উপজেলার অসহায় একটি পরিবারের এতিম মেয়ের বিয়েতে বিয়ের কনে সাজের উপকরণ উপহার হিসেবে প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছে বিপ্লবী যুব উন্নয়ন সমবায় সমিতি নামে সংগঠনটি।

বুধবার সকালে বোদা উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের জায়গিরপাড়া গ্রামের রেখা রাণী ও তার দাদা থিরেন্দ্র নাথ বর্মনের হাতে এসব কনে সাজের সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি এসকল উপহার সামগ্রী প্রদান করেন। এসময় সংগঠনের সভাপতি বিকাশ চন্দ্র বর্মন, সেক্রেটারি নারায়ন চন্দ্র বর্মন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুসহ কণে পরিবারের সদস্য ও সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content