প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২০ , ৩:৪০:০৮ প্রিন্ট সংস্করণ
ভারি বর্ষণ ও উজান থেকে বয়ে আসা পাহাড়ী ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের সুভাসুজন এলাকায় বাঘডোকরা ঐতিহাসিক মহাশশ্মান ও শশ্মানের একটি মন্দির করতোয়া নদীর ভাঙনের কবলে পড়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে ওই এলাকার ফসলি জমি, শশ্মান ও একটি মন্দির । নদী ভাঙন থেকে রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে বাঘডোকরা ঐতিহাসিক মহাশশ্মান পরিচালনা কমিটির উদ্যোগে শুক্রবার ভাঙন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসময় এক সংক্ষিপ্ত সভায় শশ্মান পরিচালনা কমিটির সভাপতি নির্মল চন্দ্র সেন, সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র বর্মন ও হরেন্দ্র নাথ বক্তব্য রাখেন।
বক্তারা জানান, ওই এলাকার ৫৪ টি গ্রামের ২ হাজার পরিবারের সনাতন সম্প্রদায়ের মৃত ব্যক্তির দাহ ওই শশ্মানে করা হয়। তাদের শশ্মান ও মন্দির নদী ভাঙনের কবলে পড়েছে। দ্রæত বাঁধ নির্মাণ করা না হলে শশ্মান, মন্দির ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তারা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে। পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান জানান, ভাঙন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণে ৬ কোটি টাকার প্রকল্প গ্রহন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে বর্ষার পরে বাঁধ নির্মাণ করা শুরু করা হবে।