প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫২:৩৮ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড়ে সুস্থ কিশোরী নিরাপদ আগামী এই বিশ্বাসে প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে অনলাই সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। রেলপথ মন্ত্রী অ্যাড. মো. নূরুল ইসলাম সুজন এমপি গত ২০ সেপ্টেম্বর জুম কনফারেন্সের মাধ্যমে কিশোরী শিক্ষার্থীদের সাথে কথা বলে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় বৃহস্পতিবার জেলার বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের ৪০ জন কিশোরী শিক্ষার্থীর সাথে জুম কনফারেন্সে প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে অনলাই সচেতনতা ক্যাম্পেইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান মন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার।
বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. জেবউননেছা, খুলনা সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার শেখ সাদিয়া মনোয়ার ঊর্ষা, বোদা উপজেলা নির্বাহী অফিসার ফারুক আলম টবি ও উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী।