প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৮:২৩:৩৯ প্রিন্ট সংস্করণ
বোদা (প গড়) প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লকডাউন বাস্তবায়নে দায়িত্ব পালনের পাশাপাশি দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দেয়া শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের সৈয়দপুর ক্যান্টমেন্টের অধিন ২৯ বীর প গড় জেলার বোদা উপজেলার ১শ’ অসহায় দুঃস্থ্য মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন।
৬৬ পদাতিক ডিভিশনের ২৯ বীরের মেজর তৌহিদুল বারী বোদা উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পসহ অসহায় ছিন্নমূল ভিক্ষুকসহ বিভিন্ন স্তরের লোকজনদের ঘরে ঘরে এসব ত্রাণ সামগ্রী পৌছে দেন।
ত্রাণের মধ্যে প্রতি পরিবারের জন্য ছিল ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন, ১ কেজি লবন ও ২ টি সাবান।