প্রতিনিধি ৪ আগস্ট ২০২০ , ৫:১৪:৫৭ প্রিন্ট সংস্করণ
বোদা (প গড়) প্রতিনিধি : বাংলাদেশ আয়োমী লীগ প গড় জেলা শাখার উদ্যোগে অ্যাড. মো. নূরুল ইসলাম এমপি মঙ্গলবার দুপুরে প গড়ের বোদা উপজেলার ময়দানদিঘীর কুয়ারীর মেইল এলাকার নিজ পুকুর পাড়ে দুইশত নারিকেল বৃক্ষের চারা নিজ হাতে রোপণ করেন। বৃক্ষ চারা রোপণের সময় মন্ত্রীর ছেলে ব্যারিষ্টার কৌশিক নাহিয়ান নাবিদ, বোদা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা ও উপজেলা কৃষি অফিসার আল মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।