প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ৭:৪৭:৩৫ প্রিন্ট সংস্করণ
বোদা (প গড়) প্রতিনিধি : শনিবার বোদা ও দেবীগঞ্জ উপজেলায় ৭শ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন। বিতরণ অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী, বোদা পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা প্রমুখ উপস্থিত ছিলেন।