রংপুর

বোদায় হানাদার মুক্ত দিবস পালিত

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২০ , ৫:১৪:০৯ প্রিন্ট সংস্করণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মঙ্গলবার পঞ্চগড়ের বোদা উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে একুশ স্মৃতি পাঠাগারের উদ্যোগে সকালে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়। পুস্পমাল্য অর্পণ শেষে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা কর্মসূচি পালন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, জাসদ নেতা এমরান আল আমিন, ছাত্র নেতা অমিও আলম অমি ও একুশ স্মৃতি পাঠাগারের শিলন ইসলাম বক্তব্য রাখেন।

আরও খবর

Sponsered content