চট্টগ্রাম

বোয়ালখালীতে জায়গা দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ৫:৫২:২৫ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালীতে জায়গা দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জোরপূর্বক বাড়ি ভিটা বা বসতভিটায় যাবতীয় সম্পত্তি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ  সম্মেলন করেছেন ভুক্তভোগী বড় ভাই মোহাম্মদ নুরুল ইসলাম নামের ৭০ বৎসরের বৃদ্ধা ও তার পরিবার।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বোয়ালখালী প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এসব অভিযোগ করেন। 

ভুক্তভোগী বৃদ্ধা নুরুল ইসলাম বোয়ালখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের নুরুল ইসলাম কন্ট্রাক্টর বাড়ির মৃত কোরবান আলীর পুত্র।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, আমি পেশায় একজন কৃষক। ২০১৪ সাল থেকে আমার আপন ছোট ভাই আবদুল হাকিমের নেতৃত্বে আবদুস সালাম, ফেরদৌস বেগম, আবু সুফিয়ান জুয়েল, আবু তৈয়ব হৃদয়, দিদারুল আলম, রিপা আকতার, ও ফরিদা বেগম মিলে আমার  ক্রয়কৃত বাড়ি ভিটা বা বসতভিটায় যাবতীয় সম্পত্তি জোরপূর্বক দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আবদুল হাকিম এবং তার দলবল নিয়ে ২০১৪ সাল থেকে আজ অবদি আমাকে এবং আমার স্ত্রী, কন্যা সন্তানকে বিভিন্ন মামলা, বিভিন্ন ধারায় এবং টাকার বিনিময়ে অবৈধ মেয়েকে দিয়ে  মিথ্যা বানোয়াট জালিয়াতি কাবিন নামা সৃজন করে যৌতুকের মামলা দিয়েছেন। ২০১৪ সাল থেকে আজ অবদি তারা আমাকে ২৮টি মিথ্যা বানোয়াট মামলার আসামী করেছেন। এর মধ্যে চাঁদাবাজি, আত্মসাৎ, চুরি ডাকাতি, নারী নির্যাতন সহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় তারা আমাকে এবং আমার পরিবারকে আর্থিকভাবে ক্ষতিসাধন করেছে। 

বর্তমানে বোয়ালখালী থানায় ডাকাতির মামলা সহ আরো একাধিক মামলা দায়ের করেছে বলে জানতে পেরেছি। এর মধ্যে ১৪/১৫টি মামলা থেকে আমি খালাস পেয়েছি। বাকী মামলা গুলো চালাতে আমার ভাড়িভিটা বিক্রয় করার মতো পরিস্থিতি তৈরী হয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী মোহাম্মদ নুরুল ইসলাম ন্যায়বিচার দাবি করে বলেন, ‘আমি আইনের সহায়তা চাই। জুলুমবাজ অপশক্তির হাত থেকে আমার পরিবার বাঁচতে চায়। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী ছনোয়ারা বেগম, শ্রবণ ও বাকপ্রতিবন্ধী পুত্র জাহেদুল আলম এবং শ্রবণ ও বাকপ্রতিবন্ধী কন্যা শাহানাজ আকতার।

আরও খবর

Sponsered content